১৯৭২ সালের মুক্তিযুদ্ধভিত্তিক ছবিগুলো দেশের বাস্তবতা ফুটিয়ে তুলেছিল।
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১২:৪৭:৩৬
১৯৭২ সালের মুক্তিযুদ্ধভিত্তিক ছবিগুলো দেশের বাস্তবতা ফুটিয়ে তুলেছিল। এর পাশাপাশি জীবনীনির্ভর ও প্রান্তিক মানুষের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল ‘নিমাই সন্ন্যাস’, ‘লালন ফকির’ ও ‘এরাও মানুষ’। তবে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রংবাজ’ সিনেমাটি মুক্তিযুদ্ধ-রাজনীতি থেকে সরে এসে দেশের প্রথম অ্যাকশন সিনেমার সূচনা করে। রাজ্জাক ও কবরীর জুটি, স্টাইলিশ অ্যাকশন, গান ও সাহসী নৃত্যের মাধ্যমে এটি তখনকার দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল।
‘রংবাজ’-এর প্রধান চরিত্র ছিল বস্তির রাজা মাস্তান, যিনি পকেটমার ও মাস্তান। বস্তির মেয়ে মালার প্রতি তার ভালোবাসা, আর একটি মধ্যবিত্তের পকেটমারির ঘটনা থেকে শুরু হয় নাটকীয় মর্মস্পর্শী কাহিনি।
এই সিনেমার ‘হই হই হই রঙিলা রঙিলা রে’ ও ‘সে যে কেন এল না, কিছু ভালো লাগে না’ গানগুলো আজও জনপ্রিয়। মাত্র ৬০ হাজার টাকায় নির্মিত এই ছবি ৩ কোটি টাকা ব্যবসা করেছিল বলে জানা যায়।
অন্যদিকে ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমাটি একেবারে অন্য রকম। এটি পারিবারিক গল্পের ওপর নির্মিত, যার ট্যাগলাইন ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’। ‘উৎসব’ নার্ভাস ক্রাইম ও অ্যাকশন থেকে দূরে থেকে দর্শককে একটি সাধারণ পরিবারের আক্ষেপ, ভুল ও ভালোবাসার গল্প দেখায়। এতে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন।
‘রংবাজ’ ও ‘উৎসব’ দুই ছবি দুই যুগের প্রথাভাঙা সিনেমা। ‘রংবাজ’ মুক্তির পর অনেকেই এটিকে ‘সর্বনাশের ধারার সূচনা’ বললেও তা বাস্তবে প্রমাণিত হয়নি। ‘উৎসব’কেও সমালোচনা হয়েছে ‘নাটক’ বলে, তবে এই ছবি ভবিষ্যতে বাংলা সিনেমার নতুন ধারা অনুপ্রাণিত করতে পারে।