গণতন্ত্রবিরোধী অপকর্মে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি
প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১০:৩৩:৫৬
আগামী জাতীয় নির্বাচনের আগেই যারা গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সাইফুল হক। তিনি বলেন, "জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চায়, তাদের বিচার হবে জনগণের আদালতে। সেই বিচার শুরু হবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই।"
শনিবার রাজধানীর একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলনের নামে সহিংসতা আর নয়
আইন উপদেষ্টা আরও বলেন, "আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয়, পুলিশ হত্যা করে, সাধারণ মানুষকে জিম্মি করে—তাদের আর ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের নামে যারা ষড়যন্ত্র করছে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হয়ে গেছে। এবার বিচার হবে দ্রুত, স্বচ্ছ এবং আইনানুগভাবে।"
তিনি জোর দিয়ে বলেন,
ফ্যাসিবাদী রাজনীতির দিন শেষ। যারা গুজব ছড়িয়ে ও অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।
নির্বাচনের প্রস্তুতি ও আইনের শাসনের প্রতিশ্রুতি
ব্যারিস্টার হক জানান, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকার কোনো আপস করবে না। তিনি বলেন, “বিচার ব্যবস্থার স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনের উর্ধ্বে কেউ নয় এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন,
জনগণের অধিকার রক্ষায় সরকার ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
বিএনপির প্রতি ইঙ্গিত?
উপদেষ্টার বক্তব্যে কোনো রাজনৈতিক দলের নাম না উল্লেখ করা হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বক্তব্যে বিরোধী দল বিএনপির দিকেই ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে দলটির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর হয়ে উঠেছে বলে মনে করছেন তারা।