ইসলামি মূল্যবোধ ও অর্থনীতির ভিত্তিতে টেকসই সমাজ গঠনে ধর্মীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা জরুরি বিশ্ব সম্মেলনে অভিমত
প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ৪:০১:২১
দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ এই তিন শূন্য অর্জনের লক্ষ্যে মুসলিম বিশ্বের নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBS) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের বাস্তবায়ন জরুরি
সৈয়দা রিজওয়ানা বলেন, “শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ এই তিনটি লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা। শুধু মূল্যবোধ নিয়ে কথা বললে হবে না, তা কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এখনই অর্থনৈতিক মডেল না বদলালে এই শতকের শেষ নাগাদ বহু দেশ পানির নিচে তলিয়ে যাবে, বহু সভ্যতা বিলুপ্ত হবে।”
ভোগ নয়, প্রয়োজন
ভোগবাদী সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “প্রয়োজন ও অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের উচিত যুদ্ধ নয়, শান্তির সংস্কৃতি গড়ে তোলা।”
ইসলামের ন্যায়বিচার ও উদ্যোগের শিক্ষা
তিনি বলেন, “ইসলাম কেবল প্রচার নয়, বাস্তব প্রয়োগ ও উদ্যোগের ধর্ম। এটি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় এবং আয়কে কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।”
তিনি প্রশ্ন তোলেন,
নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডে মুসলিম রাষ্ট্রগুলো কেন নীরব থাকে? ভ্রাতৃত্ববোধের কোনো মানে হয় না, যদি নৈতিক সাহস না থাকে।
জাকাত ব্যবস্থাকে কার্যকর অর্থনৈতিক মডেল হিসেবে তুলে ধরা
জাকাত ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে উপদেষ্টা বলেন, “আধুনিক করব্যবস্থায় কর প্রদান করি ঠিকই, কিন্তু সেই অর্থ বড় প্রকল্পে ব্যয় হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। জাকাত একটি পরীক্ষিত ও ন্যায়ভিত্তিক পদ্ধতি।”
ঘৃণা নয়, বৈচিত্র্যকে মূল্য দিই
তিনি বলেন, “আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা, ঘৃণা নয়। বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার মূল শিক্ষা।”
আলোচনায় আন্তর্জাতিক অতিথিরা
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ’র মহাসচিব ইউপ আকমাল, আইআইআইটি বাংলাদেশের ড. এম আবদুল আজিজ, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজালসহ আরও অনেকে।