আতঙ্কিত এলাকাবাসী, রাজনীতি সংশ্লিষ্ট হামলার আশঙ্কা তদন্তে
প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ৪:৪৪:৩৯
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার "জুলাই চিত্র প্রদর্শনী"র কাজে ব্যবহৃত একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দলীয় সূত্রে জানা যায়, এর আগে টানা দুই দিন একই স্থানে পর পর ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এমনকি একবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় দলটির চার নেতাকর্মী আহত হন।
বিক্ষোভে উত্তাল এনসিপি নেতাকর্মীরা
ককটেল হামলার প্রতিবাদে ঘটনার পরপরই বাংলামটর এলাকা থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। তারা হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক বিক্ষুব্ধ কর্মী বলেন, “এটা শুধু এনসিপির ওপর হামলা নয়, মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। প্রশাসনের উচিত দ্রুত জড়িতদের খুঁজে বের করা।”
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়, “রাজনৈতিকভাবে ভয়ভীতি দেখাতেই এ ধরনের হামলা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”