সিদ্ধান্তহীনতা ও কার্যকর কর্মসূচির অভাবেই জোট ছাড়ার ঘোষণা
প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১০:০৪:১০
দেশের অন্যতম বামধারার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, "জোটে নীতি ও কৌশলগত অস্থিরতা, নেতৃত্বহীনতা এবং কার্যকর আন্দোলনের অভাবে আমাদের দাবি ও রাজনীতির লক্ষ্য পূরণ হচ্ছে না।"
বহুদিনের সঙ্গ ছিন্ন করার সিদ্ধান্ত
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন,
বিকল্প ছাত্ররাজনীতির স্বপ্ন নিয়ে এই জোটে ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, এই জোট এখন আন্দোলনের কেন্দ্র নয়, বরং নীরবতার প্রতীক হয়ে গেছে।
তিনি আরও বলেন, “আমরা দৃশ্যমান ও বাস্তবসম্মত ছাত্র রাজনীতি করতে চাই, যা শিক্ষা সংকট, বৈষম্য ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই জায়গায় জোট আমাদের হতাশ করেছে।”
কেন এই সিদ্ধান্ত
ছাত্র ফেডারেশন জোট ছাড়ার মূল কারণগুলো তুলে ধরেছে
জোটের প্রতিক্রিয়া
এ নিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জোটের অভ্যন্তরীণ সূত্র বলছে, তারা বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনায় বসবে এবং আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
ভবিষ্যতের পরিকল্পনা
ছাত্র ফেডারেশন জানিয়েছে, তারা নতুন রাজনৈতিক কাঠামোতে, নতুন ছাত্রজোট বা প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য, বিকল্প ছাত্র রাজনীতিকে মাঠে ফিরিয়ে আনা।