রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি, কাঠামোগত দাবি নিয়ে সংকট নিরসনে বৈঠক
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২:৫৯:৩৭
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান কর্মবিরতি ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে আজ (শনিবার) বিকেলে এনবিআরের প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ উদ্দিন আহমেদ। রাজস্ব কর্মকর্তাদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে।
সূত্র জানায়, বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে এনবিআরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, এবং আন্দোলনকারী কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।
চাপ ও প্রতিবাদ একসাথে
গত এক সপ্তাহ ধরে এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি ও প্রকারান্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অধীনে এনবিআরের কাঠামো পুনর্বিন্যাসের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা রাজস্ব ব্যবস্থাকে দুর্বল করবে এবং পেশাগত স্বার্থের পরিপন্থী। তারা চেয়ারম্যান পদে পরিবর্তন, এনবিআর সংস্কারে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নীতিগত স্বচ্ছতা আনার দাবি তুলে ধরেছেন। এই পরিস্থিতিতে বন্দরের রাজস্ব আদায় থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
অর্থ উপদেষ্টার উদ্দেশ্য: সমঝোতা খুঁজে বের করা
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন,
আমি সব পক্ষের বক্তব্য শুনতে চাই। আলোচনার মাধ্যমেই সমাধান বের করা সম্ভব।
তিনি আরও জানান, সরকার কারও দাবি অগ্রাহ্য করছে না, তবে প্রশাসনিক কার্যক্রম সচল রাখাও জরুরি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
রাজস্ব ঘাটতির আশঙ্কা
চট্টগ্রাম, বেনাপোল, ঢাকাসহ দেশের প্রধান প্রধান কাস্টমস হাউসে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দরে গত চার দিনে রাজস্ব আদায় প্রায় ৩০ শতাংশ কমে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক বিশ্লেষক বলেন,
এই অচলাবস্থা চলতে থাকলে সরকারের রাজস্ব ঘাটতি তৈরি হবে এবং বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
কী আশা করছেন কর্মকর্তারা?
আন্দোলনরত কর্মকর্তারা আশা করছেন, বৈঠকে গঠনমূলক সিদ্ধান্ত এলে তারা আন্দোলন স্থগিত করে কাজে ফিরবেন। তবে দাবি পূরণে প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন।