ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামি রাজধানীর সায়েদাবাদ থেকে আটক
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ৯:৫৪:৩০
ঘটনার প্রেক্ষাপট ও গ্রেপ্তার
গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের নির্জন বাসায় ওই নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, ফজর আলী দরজা ভাঙে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাহিরে থাকা স্থানীয়রা তাকে আটক করে মারধর করে এবং ঘটনাস্থল থেকে চলে যান ঘটনার ভিডিও ধারণকারীরা। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
পরে বৃহস্পতিবার রাতে থানা মামলা করলে আগত পুলিশি অভিযান শুরু হয়। আজ রবিবার ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে প্রধান অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়, অন্য চারজন আসামিও ইতিমধ্যেই আটক।
প্রতিরক্ষা ও আইনগত পদক্ষেপ
পুলিশ সুপার নাজির আহমেদ খান নিশ্চিত করেছেন, ধর্ষণ-বিষয়ক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং ফজর আলীসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, ভিডিও ছড়ানোর ঘটনাটিও স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করা হচ্ছে, যাদের ভিডিও তৈরি ও ছড়িয়েছে—তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক প্রতিক্রিয়া
পরবর্তী করণীয়