আজকের বৈঠকে অংশ নেয় কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল
প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১:২১:৫৮
সংলাপের উদ্দেশ্য ও অগ্রগতি
দেশের নির্বাচন ও সংস্কার সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে ‘ঐকমত্য কমিশন’। দ্বিতীয় ধাপের এই সংলাপপর্বের পঞ্চম দিনে কমিশনের কর্মকর্তারা আরও কয়েকটি রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং দলীয় সমঝোতার রূপরেখা।
অংশগ্রহণকারী পক্ষসমূহ
আজকের বৈঠকে অংশ নেয় কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পেশাজীবী সংগঠনের নেতারা। অংশগ্রহণকারীরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সহিংসতা প্রতিরোধ এবং গণতন্ত্রচর্চার পরিবেশ তৈরির আহ্বান জানান।
ঐকমত্যের সম্ভাবনা
ঐকমত্য কমিশনের কর্মকর্তারা জানান, সংলাপে অংশগ্রহণকারীদের অধিকাংশই সমঝোতার মাধ্যমে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন।
একজন কমিশনার বলেন,
“আমরা এখন পর্যন্ত যে মতামত পেয়েছি, তাতে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তি রচনা সম্ভব।”
পরবর্তী পদক্ষেপ
আগামী দিনে আরও বড় পরিসরে সংলাপ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কমিশনের। একইসঙ্গে প্রাপ্ত প্রস্তাবনাগুলো বিশ্লেষণ করে একটি খসড়া সুপারিশমালা তৈরি করে তা জাতির সামনে উপস্থাপন করা হবে।
দেশের রাজনৈতিক সংকট নিরসনে ঐকমত্য কমিশনের সংলাপ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পঞ্চম দিনের আলোচনায় অংশগ্রহণকারীদের ইতিবাচক সাড়া এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার পথে নতুন আশার সঞ্চার করেছে।