সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার, ‘মঞ্চ ৭১’ মামলার সঙ্গে সম্পর্ক
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৩:০৫
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই আদালতে সোপর্দ করা হবে।
শফিকুল ইসলামের গ্রেপ্তারের পটভূমি সম্পর্কে জানানো হয়েছে, ‘মঞ্চ ৭১’ এর একটি অনুষ্ঠানের ঘটনায় গতবার আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছিল। এবার সেই মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং উপস্থিত কয়েকজন আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। ওই বৈঠকে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব এবং ২০১৫ সালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদে নিযুক্ত ছিলেন।