আত্মঘাতী দুই গোলের পরও শেষ মুহূর্তে সান্দ্রো তোনালির গোলে আজ্জুরিদের ৫–৪ জয়
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৮:৩১
বিশ্বকাপ বাছাইপর্বে বাঁচামরার লড়াইয়ে মাঠে নামে ইতালি। ইসরায়েলের বিপক্ষে এই ম্যাচে একসময় প্রায় পয়েন্ট হারাতে বসেছিল তারা। তবে শেষ মুহূর্তের গোলে ৫–৪ গোলের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে আজ্জুরিরা।
হাঙ্গেরির দেব্রেসেনে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরায়েল। ৪০ মিনিটে সমতা ফেরান ময়জে কিন। দ্বিতীয়ার্ধে গোলের ঝড় শুরু হয়। ৫২ মিনিটে দোর পেরেৎজ গোল করে আবার লিড দেন ইসরায়েলকে, তবে দুই মিনিট পরই কিন দ্বিতীয় গোল করেন। এরপর ৫৮ মিনিটে মাতেও পলিতানো ইতালিকে এগিয়ে দেন এবং ৮১ মিনিটে রাসপাদোরির গোলে ব্যবধান বাড়ে।
কিন্তু ৮৭ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমে আসে। এরপর পেরেৎজের দ্বিতীয় গোলে ম্যাচে সমতা ফেরায় ইসরায়েল। যোগ করা সময়ের প্রথম মিনিটে সান্দ্রো তোনালির গোলে নাটকীয় জয় পায় ইতালি।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এ দ্বিতীয় স্থানে আছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে ম্যাচ বেশি খেলে তৃতীয় ইসরায়েল। শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১২। ফলে ইতালির ঝুঁকি এখনো কাটেনি।
ম্যাচ শেষে ইতালি কোচ জেনারো গাত্তুসো বলেন, "জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল। তবে আমরা বেশ বোকামি করেছি, অদ্ভুত সব গোল খেয়েছি। এটা ঠিক করতে হবে।"
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। ১৪ অক্টোবর আবার ইসরায়েলের মুখোমুখি হবে তারা।