৮ কেন্দ্রে ৮১০ বুথে সকাল থেকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, নিরাপত্তা নিয়ে সন্তোষ
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে শুরু হয়েছে। টিএসসি, উদয়ন স্কুল, কার্জন হলসহ মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোট শুরুর পর থেকেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসি কেন্দ্রে ভোট দিতে আসা রোকেয়া হলের কয়েকজন শিক্ষার্থী জানান,
দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। নিরাপত্তা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিন সকালে ভিপি পদে হেভিওয়েট প্রার্থী ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম ও ছাত্রশিবির প্যানেলের আবু সাদিক কায়েম ভোট দিতে আসেন উদয়ন স্কুল কেন্দ্রে। অন্যদিকে জিএস প্রার্থী তানভীর বারী হামীম ও আবু বাকের মজুমদার শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন। আবু বাকের মজুমদার বলেন,
“আনন্দদায়ক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা আশাবাদী ঢাবি শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।”
ভোটকেন্দ্রগুলোতে নির্ধারিত হলভিত্তিক শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সর্বোচ্চ ৬ হাজার ১৫৫ জন শিক্ষার্থী ভোট দেবেন। টিএসসিতে ভোট দিচ্ছেন রোকেয়া হলের ৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৪ হাজার ৪৪৩ জন ছাত্রী (কবি সুফিয়া কামাল হল) এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৯৬ জন ছাত্রী (শামসুন নাহার হল) ভোট দিচ্ছেন।
সব মিলিয়ে সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।