ঐতিহাসিক প্রাঙ্গণে ঘোষিত হতে যাচ্ছে নতুন দলের দিকনির্দেশনা, দৃষ্টি রাজনৈতিক মহলের
প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ৫:০৮:৩৬
জুলাই মাসজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এক জমায়েতের আয়োজন করেছে দলটি। এতে সারাদেশ থেকে এনসিপির নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিগত এক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের ভাবনা, প্রত্যাশা ও দাবিগুলো সংগ্রহ করেছে এনসিপি। সেই ভাবনার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দলের প্রতিশ্রুতি ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলটি গ্রাম-গঞ্জ, শহর-নগর, জনপদে ঘুরে ঘুরে কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে। সেসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনগণের এই মতামত ও চাওয়া-পাওয়াগুলোকে ভিত্তি করেই নতুন পথরেখা ঘোষণা করা হবে।
২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক একই স্থান শহীদ মিনারেই ২০২৫ সালের ৩ আগস্ট (রবিবার) আহ্বায়ক নাহিদ ইসলাম তুলে ধরবেন জুলাই পদযাত্রা থেকে প্রাপ্ত জনমত, নতুন বাংলাদেশের রূপরেখা, দলের প্রতিশ্রুতি এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপির পরবর্তী কর্মসূচি।