দ্বিতীয় দফা আলোচনা শেষ হওয়ার আগেই ‘জুলাই যোদ্ধাদের’ অবরোধ, সনদের আইনি কাঠামো নিয়ে মতবিরোধ
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১২:৩৮:২৩
রাজধানীর শাহবাগ মোড় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। পুলিশ জানায়, অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং রাস্তাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন,
মোড় অবরোধের কারণে বিকল্প সড়ক দিয়ে যান চলাচলের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবরোধকারীরা জানান, জাতীয় ঐকমত্য কমিশন ঘোষিত ‘জুলাই সনদ’ দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে, ‘জুলাই সনদ’-এর খসড়া নিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আপত্তি জানিয়েছে। দলগুলোর দাবি, “সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের সময়সীমা ঠিক করা হলেও তা আইনি কাঠামোতে না আনলে সংস্কার অনিশ্চিত হয়ে পড়বে।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সনদের খসড়ার সঙ্গে মোটামুটি একমত। তবে কমিশন সূত্র জানায়, “আজকের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা শেষ করে সনদ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এই আলোচনায় সব পক্ষের মতামত অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।”
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সনদের ভবিষ্যৎ ও চলমান রাজনৈতিক প্রক্রিয়া নির্ভর করছে এর বাস্তবায়নের কাঠামো ও রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত অবস্থানের ওপর।