‘জুলাই সনদ’ দাবিতে শাহবাগে সড়ক অবরোধ, তীব্র যানজট
‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে মোতায়েন হয়েছে ‘জুলাই যোদ্ধারা’। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মোড় অবরোধ শুরু হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এতে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে সনদের খসড়া নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি থাকলেও জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যেই দ্বিতীয় দফা আলোচনা শেষ করে সনদ চূড়ান্ত করতে চায়।