নির্বাচনি রোডম্যাপ ও বিতর্কিত বিধিমালা নিয়ে চলমান আলোচনা, অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ৬:০০:১৩
রাজনৈতিক সংস্কার ও সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া ১১টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
আজকের বৈঠকে আলোচনার মূল বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণসংক্রান্ত প্রস্তাব এবং একটি জাতীয় পুলিশ কমিশন গঠনের ধারণাপত্র। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি কমিশনের অগ্রগতির সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে গঠনমূলক মতামতের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে প্রথমে সাংবাদিকদের ব্রিফ করবেন অধ্যাপক আলী রীয়াজ। এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরবেন।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবিধান সংশোধন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের উদ্দেশ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়।
কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে একাধিক রাউন্ড আলোচনায় বসেছে। আজকের বৈঠক দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে বলে জানিয়েছে আয়োজক পক্ষ।