নারী কর্মীদের পোশাক নিয়ে বিতর্কিত নির্দেশনার বিষয়ে গভর্নরের ‘ক্ষোভ’ পরে বাতিল হলো সিদ্ধান্ত
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১:০৬:০৫
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা-কর্মচারীদের পোশাক নিয়ে দেওয়া একটি বিতর্কিত নির্দেশনায় বলা হয়েছিল, অফিসে শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না পরতে হবে এবং ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে হবে। পুরুষদের ক্ষেত্রেও ফরমাল পোশাক পরার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল জিনস ও গ্যাবার্ডিন।
এই নির্দেশনা ২১ জুলাই থেকে কার্যকর হয় এবং গতকাল তা গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক জনমত বিরোধী প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেন।
এমন পরিস্থিতিতে আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানায়, এটি ছিল বিভাগীয় সভায় গৃহীত পরামর্শ। কোনো সার্কুলার জারি হয়নি এবং নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত গভর্নর বিষয়টি জেনে ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশেই নির্দেশনাটি এ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে।
পেছনের প্রেক্ষাপট:
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান পূর্বে বলেছিলেন, অফিসে সাম্য ও শালীনতার মানদণ্ড বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে নির্দেশনা জারির পর ব্যাপক বিতর্কের মুখে পড়ায়, কেন্দ্রীয় ব্যাংক ‘পরামর্শমূলক’ বলে ব্যাখ্যা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে।