সমালোচনার ঝড়েই সিদ্ধান্ত বদল, বাংলাদেশ ব্যাংক তুলে নিল পোশাক নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত পোশাক সংক্রান্ত বিতর্কিত নির্দেশনা আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক নিষিদ্ধ করে জারি করা ওই নির্দেশনার বিরোধিতা হলে, ব্যাংকের গভর্নর বিদেশ থেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই নির্দেশনা প্রত্যাহার করে বলা হয়েছে, এটি ছিল ‘আলোচনাসভায় গৃহীত পরামর্শ’, কোনো নীতিগত সিদ্ধান্ত বা সার্কুলার নয়।