প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ ভবন, বহু হতাহতের আশঙ্কা
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ৩:৩৩:১৫
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভয়াবহভাবে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিকট শব্দ, আগুন, আতঙ্কের মধ্যে উদ্ধারকাজ
প্রত্যক্ষদর্শীরা জানান,
হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই স্কুল ভবনের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। পরবর্তীতে আগুন জ্বলে ওঠে।
জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু আগে স্কুলের একটি ক্লাস শেষ হয়েছিল। ওই সময় স্কুলটিতে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। ধসে পড়া ভবনটির নাম ‘হায়দার হল’ বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম জানান,
“ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট কাজ করছে।”
স্কুলে আতঙ্ক, ছুটে আসেন অভিভাবকেরা
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর দিয়াবাড়ি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে মাইলস্টোন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। পুরো এলাকা পরিণত হয় এক শোক ও আতঙ্কের পরিবেশে।
হতাহতের সংখ্যা এখনও অনির্ধারিত
দায়িত্বশীল কোনো সংস্থা বা ব্যক্তি এখনও নির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি। তবে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন,
“ভবনের ওপর বিমান পড়ে যাওয়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু হতাহতের আশঙ্কা রয়েছে।”
ফায়ার সার্ভিস জানায়,
এখনও নিশ্চিত করে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে।
প্রেক্ষাপট ও নিরাপত্তা প্রশ্ন
এই দুর্ঘটনা প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা, আবাসিক এলাকায় উড্ডয়ন এবং স্কুলের মতো স্পর্শকাতর স্থানের ওপর বিমান চলাচল নিয়ে নিরাপত্তা প্রশ্ন তৈরি করেছে। এর আগে ২০১৮ ও ২০২০ সালেও এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল।