গণতন্ত্রের আপডেট ভার্সন চাইলেও দেশ যেন ফিরে গেল এক দলীয় আধিপত্যে, মন্তব্য আসিফ নজরুলের।
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২:০৮:১৫
আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, "আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি, আওয়ামী লীগ ২.০ না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে কারও কারও কথা ও কাজে সেই আলামত দেখা যাচ্ছে।"
সোমবার (২১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল লিখেছেন, "গৌরবের একচ্ছত্র মালিকানা দাবি, ভিন্নমতকে ট্যাগ দেওয়া, চাঁদাবাজি, অহমিকা, অসৌজন্যতা ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এই সবই আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশ ২.০ গড়তে হলে এসব পরিহার করতেই হবে।"
তিনি আরও লেখেন, "শুধু কথায় নয়, কাজেকর্মে তার বাস্তব প্রমাণ দিতে হবে। না হলে, স্বীকার করি আর না করি, দেশে আওয়ামী রাজনীতির এক ধরনের পুনর্বাসনই ঘটবে।"