বিএনপির তরুণ নেতাকে সাবধানী ভঙ্গিতে সতর্ক করলেন ঐকমত্য কমিশনের মুখপাত্র আলোচনার টেবিলে দায়িত্বশীলতা চান সারজিস।
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১:২০:০৬
ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করে তাকে আরও ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের হরতাল জনগণ আমলে নেয় না। বরং তারা যা করছে, তা সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথভাবে মোকাবিলা করবে।"
সারজিস আলম বলেন, “বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঠিক করতে হলে সবাইকে সবার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে যা বলেছেন, তা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু বিএনপির মুখপাত্র জনাব ইশরাক হোসেন যেভাবে উলঙ্গ করে মারার কথা বলেছেন, কিছু কটূক্তি ও একেবারে নিম্নমানের শব্দ ব্যবহার করেছেন তা পাটওয়ারীর বক্তব্যের চেয়েও নিচু মানের।”
তিনি আরও বলেন, “যদি আমরা কারও কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তাহলে আমাদেরকেই আগে ভালো কিছু করতে হবে। যদি তার চেয়ে খারাপ কিছু করে ভালো কিছু প্রত্যাশা করি, তাহলে তা কখনোই সফল হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় থাকুক এবং সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
ইশরাক হোসেনের ‘রাজনৈতিকভাবে এনসিপিকে ঘেরাও’–এর হুমকি সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় সারজিস বলেন, “গতকাল ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি পুরোপুরি আবেগে ভেসে গেছেন। তার বক্তব্যে কোনো পলিটিক্যাল ম্যাচিউরিটি ছিল না। আমরা ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে যে ইশরাক হোসেনকে দেখেছিলাম, সেই পরিপক্ব ইশরাক হোসেনকেই দেখতে চাই। এই ধরণের বক্তব্য তার কাছ থেকে প্রত্যাশিত নয়।”
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই এনসিপির ঘাটতি তথ্য জমা দেওয়া হবে। নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।