বিএনপির বিরুদ্ধে প্রচার, এনসিপির নেতাদের মন্তব্য এবং সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিএনপির তরুণ নেতার
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১১:৫৫:১৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি। রোববার (২০ জুলাই) রাতে রাজধানীর বংশাল থানা এলাকার নয়াবাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মিছিলটি নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির ভাসানী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
"আমাদের নেতা কটূক্তির শিকার, জবাব দেবে জনগণ" ইশরাক
মিছিল শেষে বক্তব্যে ইশরাক হোসেন বলেন,
মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ৪৮ ঘণ্টা পর ভাইরাল করা হয়। এরপরই রাষ্ট্রীয় প্রচারযন্ত্র, এনসিপি, রাজাকার-আলবদর বাহিনী একসঙ্গে বিএনপিকে দোষারোপ করতে মাঠে নামে। তারেক রহমানকে কটূক্তি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অপমান করা হয়।
তিনি আরও বলেন,
“আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমাদের নেতা নির্দেশ দেননি। যখন নেতাকে অপমান করা হবে, তখন কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বলবে—এটাই স্বাভাবিক।”
নির্বাচন এবং এনসিপিকে আক্রমণ
ইশরাক হোসেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন,
“তার মুখে কোনো লাগাম নেই। আমাদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। শুনেছি ইউনিভার্সিটির ছেলেরা তাকে ‘ডার্বি নাসির’ বলে। এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিচ্ছি মুখ সামলে কথা বলুন, না হলে আপনাদের রাজনীতি ঘেরাও করে শেষ করে দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন,
“স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ আমলাদের পাশে বসিয়ে এনসিপি নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। মায়া-মমতা অনেক দেখিয়েছি—এখন সময় এসেছে জবাব দেওয়ার।”
পিআর পদ্ধতি এবং নির্বাচনী সতর্কবার্তা
চলমান নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে ইশরাক বলেন,
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে ভোটার জানবেই না সে কাকে ভোট দিচ্ছে। এটা দেশের মানুষ মানবে না। যদি ফেব্রুয়ারির নির্ধারিত সময়ের একদিনও নির্বাচন পিছানো হয়, তাহলে সরকারকে আর এক ঘণ্টাও রাখা যাবে না।
তিনি দেশের জনগণ ও নেতাকর্মীদের মব জাস্টিস প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।