জাতীয় ঐক্যমতের লক্ষ্যে দ্বিতীয় ধাপের আলোচনায় বসেছে কমিশন; ১৫তম এই বৈঠকে আসছে নতুন দিকনির্দেশনা?
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ৭:৪৯:৪৯
দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকের সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সভায় কমিশনের সদস্যরা বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও ব্রিফিং করবেন।
জাতীয় ঐকমত্য কমিশন: সংবিধান সংশোধনের জন্য
জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের প্রয়োজনে। এই কমিশনের নেতৃত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।