গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান, পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তির তীব্র সমালোচনা
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১১:৩২:০৬
রাজধানীর একটি হোটেলে শনিবার অনুষ্ঠিত ‘জুলাই আপ্রাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিকস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তিনি বলেন,
ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ‘মরিয়া’ প্রমাণ করেছে, তারা ভারতের লোক।
বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসের আয়োজন করা এই বৈঠকে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশের করদরাজ্য বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত অন্তত নিজের জন্য আশ্রয় পেয়ে গেছে।”
সালাহউদ্দিন দেশের রাজনীতিতে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধের তাগিদ দেন। তিনি জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের কেউ দাওয়াত দেয়নি, তাই আমরা যেতে পারিনি” এমন বক্তব্যে ব্যঙ্গ করে বলেন, “সবকিছুতেই দায় আর দোষারোপ করা হচ্ছে।”
তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে বলেন, “সংস্কারের কথা কেউ শোনা না দিলেও বিএনপি আগেভাগে সংস্কারের প্রস্তাব দিয়েছে।” তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের শক্তিকে যারা অপমানিত করছে, তারা গণতন্ত্রের ইতিহাসকে অপমান করছে।”
বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজনের তীব্রতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনে কোনও সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। অথচ সবাই পিআর পদ্ধতি নিয়ে উচ্ছ্বসিত।” তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর প্রয়োজনীয় প্রস্তুতি না থাকার প্রসঙ্গ টেনে বলেন, “এখনও ইভিএমে টিপ দেওয়ার অভ্যাস শেখানো হয়নি, আর পিআর নিয়ে ব্যস্ত।”
বিএনপির এই নেতা ক্ষুদ্র দলগুলোর স্বার্থ ত্যাগের আহ্বান জানিয়ে বলেন,
একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের দ্রুত নির্বাচিত রাজনৈতিক সরকার দরকার, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে।
গোলটেবিল বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দার, আইনজীবী রাশনা ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম ও তানভীর হাসান জুয়েল এবং জাতীয় মুক্তি কাউন্সিলরের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমসহ অনেকে বক্তব্য রাখেন।