বিভিন্ন জেলা থেকে দলে দলে রাজধানীতে আগমন, সমাবেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১১:২৫:৩৭
ঢাকা, ১৯ জুলাই ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সকাল থেকেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো হয়েছেন। আয়োজকরা জানান, এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবার রাত থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশপথ দিয়ে শত শত বাস, নৌযান, ট্রেনযোগে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনেকেই উদ্যানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে সকালে অবস্থান নেন।
সমাবেশ শুরু হবে আজ দুপুর ২টায়। তবে সকাল ১০টা থেকে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে।
সমাবেশের প্রধান দাবিসমূহ:
জামায়াতের নেতারা বলেন, এই সমাবেশের মাধ্যমে তাঁরা জনগণের কাছে নিজেদের অবস্থান ও কর্মপন্থা তুলে ধরছেন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি একটি বড় রাজনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক প্রেক্ষাপট
এটি স্বাধীনতা-পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের প্রথম অনুমোদিত সমাবেশ। এটি এমন এক সময়ে হচ্ছে, যখন গোপালগঞ্জে এনসিপির মার্চকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং রাজনৈতিক উত্তেজনা চরমে। ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের এ সমাবেশকে “পুনরুত্থানের বার্তা” হিসেবে দেখছেন বিশ্লেষকরা।