গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনার ব্যাপকতা এতটা হবে ভাবা যায়নি, জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ৪:৫৪:১২
ঢাকা, ১৭ জুলাই ২০২৫
গোপালগঞ্জে গতকাল সংঘটিত সহিংস ঘটনার পর বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে, ওই তথ্য হয়তো ছিল না।
তিনি জানান, ঘটনাটি নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগাম সতর্কতাও বাড়ানো হয়েছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবে। কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এনসিপি নেতাদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।’
তিনি উল্লেখ করেন, ‘ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’