আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুমকি; যৌথ বাহিনীর ব্যর্থতায় ফের ‘জুলাই অচলাবস্থা’ আসবে হুঁশিয়ারি রিফাত রশিদের
প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১১:১৫:২১
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তারা অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ এবং গোটা পুলিশি ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন দফা দাবি উত্থাপন করেন ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।
তিনি বলেন,
গোপালগঞ্জে যা শুরু হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি শেখ হাসিনা এবং দিল্লির সরাসরি মদদে একটি ‘প্রক্সি স্টেট’ প্রতিষ্ঠার অংশ। এই চক্রান্তের মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পদদলিত করছে।
রিফাত আরও বলেন, “আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই, তারা যেন কোনোভাবে আইনের ফাঁক গলে পার না পায়। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি দাবি মানা না হয়, তবে চলমান ব্লকেড কর্মসূচির বাইরে গিয়ে জুলাইয়ের ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে এবং দেশের প্রতিটি প্রান্ত অচল করে দেওয়া হবে।”
তিনি জানান, যৌথ বাহিনী যদি এই সময়ে ‘দায়িত্ব পালন’ করতে ব্যর্থ হয়, তবে আগামী দিনে জুলাই ২০২৪-এর মতো আবারও জাতীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উত্থাপিত তিন দফা দাবি:
১। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
২। গোটা পুলিশি ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠন করতে হবে।
৩। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও জানান, এই হামলার মাধ্যমে দেশের মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। এর ন্যায্য জবাব সংগঠিত প্রতিরোধ ছাড়া আর কিছু নয়। তারা বলেন, “এই রাষ্ট্রযন্ত্র কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার হতে পারে না।”