মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
| ২৭ শ্রাবণ ১৪৩২
গত বছরের ৩১ ডিসেম্বর ঘোষণার কথা থাকলেও রাজনৈতিক মতভেদের কারণে পেছাতে থাকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ। দীর্ঘ আলোচনা-সংলাপের পর জুলাইয়ের শুরুতে পুনরায় আলোচনা শুরু হলেও এখনও কিছু মূলধারায় ঐকমত্য হয়নি। জ্যেষ্ঠ উপদেষ্টাদের মধ্যস্থতায় ঘোষণা চূড়ান্তের চেষ্টা চলছে। নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনগণের অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবারও আশা জাগিয়েছে সরকার। লক্ষ্য, ৫ আগস্টের আগেই চূড়ান্ত ঘোষণা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সমন্বয়কদের কার্যকারিতা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আন্দোলনের সময় এই পরিচয়ে যারা দায়িত্বে ছিলেন, তাদের অধিকাংশকে তিনি সংকটে রিচ করতে পারেননি। বরং সাধারণ মানুষের সহায়তা ছিল অনেক বেশি। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে একশ্রেণির লোক চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সকল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি। সম্প্রতি সংগঠনের একজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটি জানিয়েছে, কেউ ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি বা তদবির করতে গেলে তাকে তাৎক্ষণিক পুলিশে ধরিয়ে দিতে হবে।
রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের উত্থান নিয়ে নোয়াখালীর সেনবাগে চলছে তুমুল আলোচনা। একসময় দরিদ্র রিকশাচালকের ছেলে রিয়াদ ছিলেন স্থানীয় স্কুলের সাধারণ ছাত্র। ছাত্রলীগে যোগদানের পর হঠাৎ জীবন বদলে যায়। বিলাসবহুল জীবনযাপন, পাকা বাড়ি ও গাড়ির মালিক হওয়ায় গ্রামবাসী বিস্মিত। স্থানীয়রা বলছেন, ‘রাজনৈতিক ছত্রছায়া’ আর ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করে সম্পদের মালিক বনে যাওয়া রিয়াদের মতো আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খুঁজে বের করার দাবি জানাচ্ছেন তারা।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তারা অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ এবং গোটা পুলিশি ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে।
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের শিক্ষার্থীরা, বিশেষ করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা হিংস্রতা ও হামলার শিকার হচ্ছেন। ছাত্র নেতারা বলছেন, রাজনৈতিক শেল্টার না থাকলে এমন হামলা বন্ধ করা সম্ভব হবে।