দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক, প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভাও থাকবে সফরসূচিতে
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১:৫৭:২৩
ঢাকা, ১৬ জুলাই ২০২৫
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস আগামী ১১ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। দুই দিনের এই সফরে তাঁর সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও থাকছে। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বাংলাদেশি প্রবাসী ও বিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি কর্মসূচি রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে।
এই সফরে দুই দেশের শ্রমবাজার সম্প্রসারণ, রেমিট্যান্স প্রেরণে প্রযুক্তিগত সহজীকরণ, মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সফরের লক্ষ্য ও প্রেক্ষাপট
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের শ্রম অধিকার, কর্মপরিবেশ এবং প্রবাসী কল্যাণ নিশ্চিত করতে এই সফর কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়াও এই সফরে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে।
প্রবাসীদের সঙ্গে মতবিনিময়
সফরের অংশ হিসেবে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হবে। সভায় প্রবাসীদের সমস্যা, অধিকার এবং উন্নয়নের অংশীদারত্ব নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন।