দুদকের নতুন দায়িত্বে খালেদ রহীম সিইও নন, সচিব পদে নিয়োগ। দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন প্রশাসনিক নেতৃত্বের প্রত্যাশা।
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১১:২৪:৪৪
দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন সচিব পেল। সরকারের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীমকে এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।” খালেদ রহীম একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে ইতোমধ্যেই সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দুর্নীতিবিরোধী কার্যক্রমে গতিশীলতা আনতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল হয়। জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পান কানিজ মওলা। তিনি বিদায়ী সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
সংসদ সচিবালয়ের ইতিহাসে নারীদের মধ্যে অন্যতম উঁচু পদে পদায়নের এই ঘটনা ইতিবাচকভাবে দেখছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, মোহাম্মদ খালেদ রহীম ও কানিজ মওলা দুজনেই প্রশাসনে দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই নতুন নিয়োগ ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।