সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়াসহ আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ২:১২:৩৯
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন দৃশ্য দেখা যায়। সেদিন কারাগার থেকে পলককে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে ছিল হাতকড়া।
আদালতের কাঠগড়ায় তোলা হলে পলক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে থাকেন। বাইরে অপেক্ষমাণ স্বজনদের দিকে ইশারায় নানা সংকেত দেন তিনি। একপর্যায়ে তাদের দিকে তাকিয়ে আবেগে ভেঙে পড়েন এবং অশ্রুসিক্ত হয়ে পড়েন। পলকের এমন অবস্থায় বারান্দায় থাকা স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন।
এদিন তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তাকে পুলিশ পাহারায় হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ১৫ আগস্ট ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।