মন্তব্যের ব্যাখ্যা ও প্রেক্ষাপট বিবেচনায় মামলা গ্রহণযোগ্য নয় বলে রায়ে উল্লেখ উচ্চ আদালতের
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ২:৪৭:৫০
ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন, ফলে হাইকোর্টের রায়ের বৈধতা বহাল থাকে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি জানান, “রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত, ফলে মামলাটি এখন বাতিল বলে গণ্য হবে।” ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক হোসেন।
প্রসঙ্গত, ২০১০ সালে দেওয়া ড. ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ময়মনসিংহে মামলাটি দায়ের করা হয়। পরে ২০১১ সালে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল করে রায় ঘোষণা করেন। এরপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ ‘লিভ টু আপিল’ করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন শুনানি শেষে চেম্বার আদালত মামলাটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন।
এরই ধারাবাহিকতায় রোববার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে এবং আদালত মামলাটি চূড়ান্তভাবে বাতিল করে দেন।