বহুবছর ধরে অপ্রকাশিত সম্পদ রাখায় বাংলাদেশ ব্যাংকের শাস্তির মুখে রাষ্ট্রীয় ব্যাংকটি।
প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১২:২৫:১৬
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করায় ৩ লাখ টাকা জরিমানা, ৬টি সম্পদ বিক্রির নির্দেশ
বহু বছর ধরে আইন অমান্য করে 'নন-ব্যাংকিং' সম্পদ নিজেদের দখলে রেখে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিদর্শনে উঠে এসেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না নিয়েই ব্যাংকটি ১১টি সম্পদ বহু বছর ধরে নিজেদের অধীনে রেখেছে, যেগুলো ঋণখেলাপিদের জামানতের বিপরীতে মালিকানা পেয়েছিল তারা। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, কোনো ব্যাংক এ ধরনের সম্পদ পেলে তা সাত বছরের মধ্যে বিক্রি করতে হয়। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে আরও ৫ বছর সময় বাড়ানো যায়। কিন্তু অগ্রণী ব্যাংক ছয়টি সম্পদ ১১ থেকে ১৭ বছর ধরে বিক্রি না করে গোপনে নিজেদের দখলে রেখেছে, যা সরাসরি আইন লঙ্ঘনের শামিল।
জামানত থেকে নন-ব্যাংকিং সম্পদ আইন কী বলে?
ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হলে ঋণদাতাকে জামানতের মালিকানা দিতে অর্থঋণ আদালত গ্রাহকের সম্পত্তি ব্যাংকের নামে ডিক্রি করে দেয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারির মাধ্যমে সম্পত্তিটি ব্যাংকের নামে আনতে হয়। যে সম্পত্তির মালিকানা ব্যাংক গ্রহণ করে কিন্তু তা ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত নয় সেটাই “নন-ব্যাংকিং অ্যাসেট” হিসেবে বিবেচিত হয়। এ ধরনের সম্পদ যথাসময়ে বিক্রি না করলে কেন্দ্রীয় ব্যাংককে জানানো বাধ্যতামূলক।
কোন সম্পদের কারণে জরিমানা?
বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে, চট্টগ্রামের মেসার্স অঙ্গীকার, বগুড়ার বিকন ট্রেড এন্টারপ্রাইজ, দিনাজপুরের মো. আলতাফ হোসেন, জয়পুরহাটের উত্তরা মোটরস অ্যান্ড ফাউন্ড্রিজ, ঢাকার জিঞ্জিরার মেসার্স বেদের হোসেন এবং নাইট ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জামানতের বিপরীতে পাওয়া সম্পদ গোপন রেখেছিল অগ্রণী ব্যাংক। এই ছয়টি সম্পদ বাংলাদেশ ব্যাংককে অবহিত না করে নিজেদের দখলে রাখায় প্রতিটির জন্য ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
সিইওর স্বীকারোক্তি: "ব্যবস্থা নেওয়া হয়নি, আমি এখন করব"
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম বলেন:
“আমি দায়িত্ব নিয়েছি ২০২৪ সালের নভেম্বরে। এর আগে নন-ব্যাংকিং সম্পদ নিয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক কোম্পানি আইন অনুসরণ না করার সুযোগ নেই।”
যেসব সম্পদ এখনও ঝুলে আছে
ব্যাংকের এক কর্মকর্তার ভাষ্য মতে, “বারবার কর্মকর্তাদের বদলির কারণে অনেক নথি ও কার্যক্রমে অবহেলা হয়েছে।” অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বেশ কিছু জামানতের মূল মূল্যায়ন ভুল ছিল আসল বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দেখানো হয়েছিল, ফলে সেগুলো বিক্রি সম্ভব হয়নি।”
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংককে এক বছরের মধ্যে এ সব সম্পদ বিক্রির নির্দেশ দিয়েছে। ব্যর্থ হলে, প্রতিদিনের জন্য ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত জরিমানার মুখে পড়তে পারে ব্যাংকটি।
ফাইনান্সিয়াল গভর্ন্যান্সের শিক্ষা
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি ব্যাংকের মূল দায়িত্ব ব্যাংকিং। সম্পদ ব্যবসা নয়।
নন-ব্যাংকিং সম্পদ যথাসময়ে নিষ্পত্তি না করলে ঝুঁকি শুধু আর্থিক নয়, বরং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকেও হুমকির কারণ হয়ে দাঁড়ায়।