‘নন-ব্যাংকিং’ ফাঁদে ধরা অগ্রণী ব্যাংক! কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার ছোবল
নিয়ম ভেঙে 'নন-ব্যাংকিং অ্যাসেট' বা NBA রেখে দিয়েছে অগ্রণী ব্যাংক, যা স্পষ্টভাবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপন্থী। ফলে বাংলাদেশ ব্যাংক আর্থিক শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে ব্যাংকটিকে জরিমানা করে। বিশ্লেষকরা বলছেন, এটি পাবলিক ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ফেরানোর একটি সতর্কবার্তা।