নতুন নিয়মে মনিটাইজেশন পলিসি, ক্ষুব্ধ কনটেন্ট নির্মাতারা
প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ১১:২৭:০৯
বিশ্বব্যাপী কনটেন্ট নির্মাতাদের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Meta Platforms Inc.) তাদের ভিডিও আয় নীতিতে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ফেসবুকের নিউজ ফিড বা ভিডিও ট্যাবে প্রকাশিত দীর্ঘ ফরম্যাট ভিডিও থেকে আর আয় করা যাবে না। পরিবর্তে শুধুমাত্র রিলস–ভিত্তিক ভিডিওর ওপর নির্ভর করে মনিটাইজেশন চালু থাকবে।
মেটার এক মুখপাত্র বলেন,
“রিলস এখন ফেসবুকে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ফরম্যাট। আমরা সেখানেই বেশি মনোযোগ দিচ্ছি। ফলে পুরোনো ভিডিও পদ্ধতি থেকে সরে আসা হচ্ছে।”
এই পরিবর্তন ধাপে ধাপে কার্যকর হচ্ছে এবং আগামী মাস থেকে বাংলাদেশসহ অনেক দেশে এ সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়ে যাবে।
কীভাবে আয় হবে এখন?
আগে যেখানে কনটেন্ট নির্মাতারা ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে In-Stream Ads ব্যবহার করে আয় করতেন, এখন সেই সুযোগ থাকছে না। পরিবর্তে মেটা চালু করেছে নতুন Performance-Based Reels Bonus System, যেখানে রিলস ভিডিওর ভিউ, এনগেজমেন্ট ও ক্রিয়েটিভিটির ভিত্তিতে আয়ের সুযোগ থাকছে। তবে এই নতুন নীতিতে যোগ্যতা নির্ধারণ কঠোর হয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট পেজ বা প্রোফাইলধারীরাই মনিটাইজেশনের আওতায় আসতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের প্রতিক্রিয়া
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার হাজার হাজার কনটেন্ট নির্মাতা যারা বড় ভিডিও বানিয়ে মাসিক উপার্জন করতেন, তারা এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ।
ঢাকার এক ভিডিও নির্মাতা বলেন,
“আমরা কয়েক বছর ধরে ভিডিও বানিয়ে একটা নির্ভরযোগ্য আয়ের পথ তৈরি করেছিলাম। এখন হঠাৎ করে সেটা বন্ধ করে দিলে আমরা কোথায় যাব?”
আরেকজন বলেন, “রিলস ছোট ভিডিও হলেও তাতে গভীর কনটেন্ট তৈরি করা কঠিন। সবাই তো রিলস বানাতে চায় না।”
বিশ্লেষণ: ফেসবুক টিকটকের ছায়ায়?
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক এখন সম্পূর্ণভাবে টিকটক স্টাইল ভিডিও কনটেন্টে মনোযোগী হচ্ছে। কারণ বর্তমান প্রজন্ম ছোট ভিডিওর দিকেই বেশি আগ্রহী।
বাজার বিশ্লেষক আরিফ হোসেন বলেন, “মেটার এই পদক্ষেপ টিকটকের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে নিজেদের দাঁড় করানোর চেষ্টা। তবে এতে দীর্ঘমেয়াদি কনটেন্ট নির্মাতারা ক্ষতিগ্রস্ত হবেন।”
বিকল্প কী?
অনেকে এখন ইউটিউব, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে স্থানান্তরের চিন্তা করছেন। কারণ এই প্ল্যাটফর্মগুলো এখনো দীর্ঘ ভিডিওর জন্য আয় চালু রেখেছে।