ফেসবুকের ভিডিও থেকে আয় বন্ধ রিলসের মাধ্যমে আয় হবে
ফেসবুক তাদের প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিও কনটেন্ট থেকে সরাসরি আয় (মনিটাইজেশন) বন্ধ করেছে। এখন থেকে শুধুমাত্র রিলস (Reels) কনটেন্টের মাধ্যমেই আয় করা যাবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ কনটেন্ট নির্মাতারা নতুন নীতির সমালোচনা করছেন।