বিশ্বে গরমের তীব্রতা বাড়ছে, বৃষ্টি অনিয়মিত হচ্ছে, ঘূর্ণিঝড় আরও
প্রকাশিত : ২৯ মে ২০২৫, ১১:৩২:০৯
বিশ্বে গরমের তীব্রতা বাড়ছে, বৃষ্টি অনিয়মিত হচ্ছে, ঘূর্ণিঝড় আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠছে। এই সবকিছুর পেছনে অন্যতম বড় দায় কার্বন নিঃসরণ। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর শীর্ষ ১০টি দেশ মিলে নির্গত করছে বিশ্বের মোট CO₂ নিঃসরণের প্রায় ৭০ শতাংশ।
শীর্ষে চীন, তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারত
বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ এখন চীন। আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) ও গ্লোবাল কার্বন বাজেট-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীন একাই নিঃসরণ করেছে প্রায় ১১.৪ বিলিয়ন টন CO₂। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (৫.০ বিলিয়ন টন), এরপর ভারত (২.৯ বিলিয়ন টন), রাশিয়া (১.৭) ও জাপান (১.১)। অন্যান্য দেশগুলো হলো: জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইরান, ইন্দোনেশিয়া ও কানাডা। এই দেশগুলোর যৌথ নিঃসরণ বিশ্বব্যাপী কার্বনের প্রায় দুই-তৃতীয়াংশ।
বাংলাদেশ কোথায়? পরিসংখ্যানে রয়েছে চমক
সামগ্রিক হিসেবে বাংলাদেশ কার্বন নিঃসরণে শীর্ষ দশের আশেপাশেও নেই। বরং বাংলাদেশ বিশ্বের মোট নিঃসরণের ০.২৩ শতাংশের কম অংশীদার। গ্লোবাল কার্বন প্রজেক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২৪ সালে মোট নিঃসরণ করেছে প্রায় ৮.৫ মিলিয়ন টন CO₂। এতে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৩৪তম। তবে চিন্তার বিষয় হলো এই নিঃসরণের গতি বেড়ে চলেছে প্রতি বছর। শিল্পায়ন, বিদ্যুৎ খাত এবং পরিবহনে জীবাশ্ম জ্বালানির উচ্চমাত্রায় ব্যবহারই এর মূল কারণ।
‘ছোট দেশ, বড় ঝুঁকি’ বলছেন বিশেষজ্ঞরা
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নিঃসরণে বাংলাদেশের অংশ ছোট হলেও ঝুঁকি অনেক বড়। এ বিষয়ে কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল হক বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর মধ্যে অন্যতম নয়, কিন্তু ক্ষতির শিকার সবচেয়ে বেশি। এটা বৈশ্বিক পরিবেশ ন্যায়ের লঙ্ঘন। তিনি আরও বলেন, “উন্নয়ন দরকার, তবে তা টেকসই হতে হবে। না হলে এই তালিকার নিচের দিকে থাকা দেশগুলোর বিপদই সবচেয়ে বড় হবে।”
কারা দোষী, আর কে ভুক্তভোগী?
প্যারিস চুক্তি অনুযায়ী, উচ্চ নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেওয়ার অঙ্গীকার রয়েছে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতি খুব কমই পূরণ হয়েছে। বাংলাদেশ প্যারিস চুক্তির সদস্য হয়ে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ১৫ শতাংশ কমানোর অঙ্গীকার করেছে। যদিও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
‘দূষণ না করেও দণ্ডিত’ দেশের নাম বাংলাদেশ?
বিশ্বব্যাপী কার্বন ঘাটতির দায়ভার সবাই মিলে বহন করলেও, তার চরম মূল্য দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের নিচু দেশগুলো। বন্যা, নদীভাঙন, খরা ও সাইক্লোন এসব প্রতিনিয়তই মনে করিয়ে দেয়, কার্বন নিঃসরণ শুধু গাণিতিক পরিসংখ্যান নয়, এটি জীবনের সাথে জড়িত এক ভয়াবহ বাস্তবতা।