খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে
প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১২:৪১:৫০
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে— দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে সাময়িক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান ও ছোট ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।