নগদে প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার আনা হবে, এক সপ্তাহের মধ্যে বিনিয়োগকারী খুঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে
 
                            প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ১০:২৬:৩৯
ঢাকা: ডাক অধিদপ্তরের মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
গভর্নর বলেন, “নগদে কার্যক্রম, প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগ তৈরি করতে হলে এটিকে বেসরকারি খাতে দেওয়া প্রয়োজন। একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে আনা হবে।” তিনি আরও জানান, নগদে ইতিমধ্যেই পুনর্গঠন শুরু হয়েছে; প্রায় দেড় কোটি অকার্যকর হিসাব সরানো হয়েছে এবং প্রতিষ্ঠানটি নতুন বিনিয়োগের জন্য প্রস্তুত।
নগদে কৌশলগত বিনিয়োগকারীর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, “বিকাশের মতো প্রতিষ্ঠান ধাপে ধাপে বিনিয়োগ করে নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত করতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং সিটি ব্যাংক পিএলসির এমডি ও সিইও মাসরুর আরেফিন।