নতুন বছরে ব্যয় ব্যবস্থাপনায় বাড়ছে ক্রেডিট কার্ডের চাহিদা, তবে যোগ্যতা ও কাগজপত্র না থাকলে মিলবে না অনুমোদন
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১১:১৯:২৭
বাংলাদেশে দিন দিন ক্রেডিট কার্ড ব্যবহারের হার বাড়ছে। শহুরে জীবনে এটি এখন এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। জরুরি আর্থিক চাহিদা, মাস শেষে খরচ সামাল দেওয়া বা বিদেশ ভ্রমণে খরচ করার জন্য অনেকেই বেছে নিচ্ছেন ক্রেডিট কার্ড।
তবে যেকোনো ব্যক্তি চাইলেই এই কার্ড পেয়ে যান না। ক্রেডিট কার্ড নিতে হলে প্রয়োজন পড়ে কিছু শর্ত পূরণ এবং নির্ধারিত কাগজপত্র দাখিলের।
কারা পেতে পারেন কার্ড?
কি কাগজপত্র লাগবে?
আবেদনের পদ্ধতি:
ব্যাংকের ওয়েবসাইটে অনলাইন আবেদন করা যায়। অনেকে সরাসরি শাখায় গিয়ে আবেদন করেন। আবেদন করার পর নির্দিষ্ট বিক্রয় প্রতিনিধি আপনার কাগজপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে কুরিয়ার বা সরাসরি ডেলিভারির মাধ্যমে কার্ড পাঠিয়ে দেয়।
ব্যবহার বিধি ও সতর্কতা:
ক্রেডিট কার্ডে একটি নির্ধারিত সীমা থাকে, যার মধ্যে থেকেই আপনি খরচ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে উচ্চ হারে সুদ দিতে হয়। তাই সময়মতো বিল পরিশোধের ব্যাপারে সচেতন থাকতে হবে। বেশিরভাগ ব্যাংক বছরে একাধিক ট্রানজ্যাকশন বা নির্দিষ্ট পরিমাণ খরচের শর্তে বার্ষিক ফি মওকুফ করে দেয়।
বাংলাদেশে কার্ড সেবা কারা দেয়?
১৯৯৭ সালে প্রথম ক্রেডিট কার্ড চালু করে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক (বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড)। বর্তমানে দেশে প্রায় ৪০টির বেশি ব্যাংক এই সেবা দিচ্ছে। ভিসা ও মাস্টারকার্ডের পাশাপাশি বিভিন্ন ব্যাংক এমেক্স, জেবিসি, ডিনার্স ক্লাব, নেক্সাস পে ও ইউনিয়ন পে কার্ড সেবা চালু করেছে।