ডিবির হামলা দুদকের মামলায় জড়িত সাবেক ব্যবস্থাপনা পরিচালককে
প্রকাশিত : ২৩ জুন ২০২৫, ১১:৪৫:২১
গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবির একটি বিশেষ টিম মনিরুল মাওলার বসুন্ধরার ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন, ঘটনার তদন্ত চলছে ও পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
মামলার পটভূমি
গত ১৯ ডিসেম্বর দুদক মনিরুল মাওলা, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনকে দিয়ে মামলাটি করে। অভিযোগ সুদহীন ঋণের আড়ালে প্রায় ১,০৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ হয়েছে এতে মনিরুল মাওলার ভূমিকার প্রতি অভিযোগ রয়েছে। মামলাটি চট্টগ্রাম সমন্বিত জেলা অফিসে দায়ের করা হয়।
মানুষের প্রতিক্রিয়া
এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে ব্যাংকের গ্রাহক ও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন জাগছে—ব্যাংকের এমন বড় সাইজের কেলেঙ্কারি কীভাবে এড়ানো গেল?।
মনিরুল মাওলার গ্রেফতার ও মামলার পরিপ্রেক্ষিতে দেশের ব্যাংকখাতের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বিষয়ে নতুনভাবে আলোচনার শুরু হয়েছে। দুদক ও ডিবির তদন্ত দ্রুত শেষ না হলে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা দৃঢ় করা প্রয়োজন।