চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব দিলো বাংলাদেশ ড্রাই ডক লিমিটেডকে।
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১২:২২:০১
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার (৭ জুলাই) রাত ১২টার পর থেকে এনসিটি পরিচালনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে সিডিডিএল। দীর্ঘ ১৭ বছর পর এই টার্মিনালের ব্যবস্থাপনায় এসেছে এই পরিবর্তন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, সাইফ পাওয়ারটেকের সঙ্গে এনসিটির পরিচালনা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন করা হয়নি। ফলে নির্ধারিত সময় শেষ হতেই নতুন করে দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান। তবে এনসিটিতে কর্মরত প্রায় ৩ হাজার ৮০০ শ্রমিক আগের মতোই বহাল থাকবেন এবং তারা নতুন পরিচালনা কর্তৃপক্ষকে সহায়তা করবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, এনসিটি সবচেয়ে আধুনিক ও বৃহৎ টার্মিনাল। দৈর্ঘ্যে ৯৫০ মিটার এই টার্মিনালে একসঙ্গে চারটি বড় কনটেইনার জাহাজ ভেড়ানো যায়। রয়েছে বিশ্বমানের ১৪টি গ্যান্ট্রি ক্রেন। টার্মিনালটির বার্ষিক সক্ষমতা ১১ লাখ টিইইউস হলেও ২০২৪ সালে হ্যান্ডলিং হয়েছে ১২ লাখ ৮১ হাজার টিইইউস কনটেইনার। প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আয় হয় এখান থেকে।
এর আগে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, আপাতত ছয় মাসের জন্য সিডিডিএল এনসিটি পরিচালনা করবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে। ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তিতে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে: চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এর মধ্যে জিসিবি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ, পিসিটি পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল এবং সিসিটির দায়িত্ব এখনো সাইফ পাওয়ারটেকের হাতে রয়েছে।