আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্ট সংঘটিত লাশ পোড়ানো ও গণহত্যার ঘটনায়
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১১:২৯:২৫
ঢাকা, ২ জুলাই
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগস্ট সংঘটিত লাশ পোড়ানো ও গণহত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-তে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় আন্দোলনরত পাঁচজনকে গুলি করে হত্যা এবং আহত একজনসহ মোট ছয়জনকে পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় নিহত হন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুস্তামি ও আবুল হোসেন। একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলায় অভিযুক্ত ১৬ জনের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে আছেন। বুধবার সাতজনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন: সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশের একাধিক সদস্য।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয় এবং আহত ব্যক্তিসহ ছয়জনকে একটি ভ্যানে করে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত দগ্ধ করা হয়।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, এটি ছিল পরিকল্পিত, নিষ্ঠুর ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত ভয়াবহ গণহত্যার একটি উদাহরণ।