প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৫, ১২:০৯:২৮
প্রায় এক বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো অপার সৌন্দর্য্যের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে দারুচিনি দ্বীপটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বীপটির উদ্দেশে কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটক না থাকায় জাহাজ ছাড়তে পারেননি তারা।
পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছাতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। যেহেতু দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ, তাই তারা যাচ্ছেন না। জাহাজ মালিকরা বলছেন, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। মূলত সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে সেখানে।
টানা ৯ মাস পর আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সেন্টমার্টিন দ্বীপ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিনমাস পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক গমন ও চলতি নভেম্বরে রাত্রীযাপন নিষিদ্ধ রাখাসহ ১২টি নির্দেশনা জারি করে সরকার।
শুধু মাঝে ডিসেম্বর ও জানুয়ারি দুইমাস রাত্রীযাপন করা যাবে। সরকারের কঠোর বিধি–নিষেধের কারণে পর্যটকদের সাড়া না পাওয়ায় জাহাজ চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন জাহাজ মালিকরা। এমন ঘোষণায় সেন্টমার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে।
সেন্টমার্টিন নৌ–রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, রাত্রীযাপন নিষেধ থাকায় সেন্টমার্টিন যেতে পর্যটকরা সাড়া দেননি। তাই অনুমতি মিললেও ১ নভেম্বর থেকে জাহাজ চলাচল করবে না। পর্যটকবাহী জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেখানে যেতে পারবেন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিন যাতায়াত করবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। সরকার দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজ ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেন্টমার্টিন।