প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৫, ৪:০৩:৫৩
ঢাকার ধামরাইয়ে বারোবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ০৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।
এ সময় প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে হুড়োহুড়িতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কমান্ডার পলাশ গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের আপ্রাণ চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।