ডাকসু নির্বাচনে প্রার্থিতা যাচাইয়ের রিটের পর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থীকে হুমকি
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রার্থিতা যাচাইয়ে হাইকোর্টে রিট করায় ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার। অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ। কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।