‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে হট্টগোলের পর পুলিশ হস্তক্ষেপ করে আটক ব্যক্তিদের নিয়ে যায়
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ৯:৩৯:৪১
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ অন্তত ১১ জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের নেতা, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছিল। পরে থানার ওসি নিশ্চিত করেন, তাদের ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ডিবি নেবে।
এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনার সময় একদল যুবক স্লোগান দিয়ে মিলনায়তনে প্রবেশ করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লতিফ সিদ্দিকীসহ অন্যদের হেফাজতে নেয়।
রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় মিলনায়তনে একটি ভাঙা টেবিল পড়ে থাকতে দেখা যায়।