ড. ইউনূসের ঘোষণায় দ্বিধা কাটলেও নিরপেক্ষ সরকারের দাবি থাকছে বেশ কিছু দলের
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১২:১৩:৩৬
আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে প্রায় সব দল।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, “আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।” এর মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন,
আমরা এই ঘোষণা স্বাগত জানাই, এবং জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিন্নমত ও সংশয়
গণতন্ত্র মঞ্চের সাইফুল হক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনে করে, নির্বাচন ডিসেম্বরের মধ্যেও হতে পারে। তাদের দাবি, নির্বাচন কমিশনের সূচি এখনও চূড়ান্ত নয়, তাই কিছুটা সময়সীমা রয়েছে।
সিপিবির রুহিন হোসেন প্রিন্স বলেন, “নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে।”
ক্ষোভ ও শর্ত
জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, দলের সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির আগে নির্বাচনের বিষয়ে ভাবা যাবে না। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঘোষণার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, “একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন ঘোষণা সঠিক নয়।”
ইতিবাচক উদযাপন
এনডিএম আগামীকাল আনন্দ মিছিলের আয়োজন করেছে। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নির্দেশে দুপুর ৩টায় মালিবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
বিএনপির বার্তা
বিএনপির টুকু বলেন, “ড. ইউনূস তার কথা রাখছেন। এখন নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
জামায়াতের প্রতিক্রিয়া অপেক্ষমাণ
জামায়াতের পক্ষ থেকে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, “আমরা বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”