ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক দলগুলোর স্বাগত, বিভক্ত মতানৈক্যও স্পষ্ট
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের ঘোষণা দেওয়ায় অধিকাংশ রাজনৈতিক দল তা স্বাগত জানিয়েছে। বিএনপি, এবি পার্টি, ইসলামি গণতান্ত্রিক পার্টি ও এনডিএম ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও সিপিবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে। জামায়াত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বুধবার। জাসদ চাইছে দলের সভাপতি ইনুর মুক্তি আগে নিশ্চিত করতে। ঘোষণার প্রক্রিয়া নিয়েও কিছু দলের মধ্যে ক্ষোভ রয়েছে। নির্বাচন কমিশনের সূচির অপেক্ষায় রয়েছে দলগুলো।