সরকারি নির্দেশনা ছাড়াই সহকারী শিক্ষা কর্মকর্তার ফোনে প্রধান শিক্ষিকার হাতেই সরানো হলো শেখ মুজিবের ছবি
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ২:০১:০৪
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের ফোন পেয়ে। তিনি বলেন, “ছবিটি নিজ হাতে নামিয়ে বিদ্যালয়ের আলমারিতে তুলে রেখেছি।”
শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দীন জানান,
দেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর উপজেলার অন্য সব বিদ্যালয় থেকেও একইভাবে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে।” তবে তিনি স্বীকার করেন, “এ বিষয়ে কোনো লিখিত সরকারি নির্দেশনা নেই।
প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন প্রথমে বলেছিলেন, “আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি নিজে থেকে ছবি সরাব না। কেউ সরালে সেটি তাদের ব্যাপার।”
ঘটনাটির পর বিএনপির নেতারা প্রতিক্রিয়ায় বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেবল একপক্ষের ছবি থাকলে তা রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করে।” উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম বলেন, “সরকার পতনের পর সকল প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। দীর্ঘ ১৭ বছর এককভাবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করেছে, যা দলীয়ীকরণ।”