ছবি সরানো ঘিরে উত্তেজনা, পিরোজপুরের এক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি অপসারণ
পিরোজপুরের নেছারাবাদে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। ছবিটি নামিয়ে ফেলা হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে। যদিও সরকারি কোনো লিখিত নির্দেশনা ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও উঠে এসেছে। স্থানীয় বিএনপি নেতারা শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি তুলেছেন।